বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৪, ০৮:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

পরিচালকের গায়ে হাত তোলায় ক্ষুব্ধ ঝন্টু

দেলোয়ার জাহান ঝন্টু। ছবি: সংগৃহীত

‘ময়ূরাক্ষী’ সিনেমার পরিচালক রাশিদ পলাশের সঙ্গে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির তুমুল দ্বন্দ্ব গড়িয়েছে হাতাহাতিতে। ভরা বৈঠকে পরিচালক রাশিদ পলাশকে মারলেন নায়িকা ববি। পরিচালকের গায়ে হাত তোলায় ক্ষোভ ঝাড়লেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।

তিনি বলেন, ‘দুটিই অশোভনীয় ও অপরাধ। প্রযোজক পরিচালকের কাছে যদি টাকা দিয়ে থাকে সেটি শিল্পীদের না দেয় তাহলে অপরাধ। শিল্পী পরিচালকের গায়ে হাত তুলেছে এটাও গুরুতর অপরাধ। এর কারণে ওকে (ববি) নিয়ে সহজে কোনো পরিচালক কাজ করবে না। যেমন আমি। যেহেতু পরিচালকের সাথে দূর ব্যবহার করেছে কখনো ববিকে নিয়ে আমি কাজ করব না।’

 ঝন্টু আরও বলেন, ‘এখনও অনেক শিল্পী আছেন প্রযোজক-পরিচালক ও সহশিল্পীদের সাথে ভালো ব্যবহার করে। যারা খারাপ ব্যবহার করে তারা বেশিদিন টিকে না। শাবানা-ববিতা এত বড় হওয়ার কারণ, ওরা কখনও পরিচালকের বাইরে কথা বলেনি। পরিচালক যেটা বলেছে সেটাই শুনেছে। শাবানাকে নিয়ে আমি ৩০টির মতো সিনেমা করেছি। আমার জানামতে টিমের সাথে কখনও খারাপ ব্যবহার করেনি। ববিতাও তাই।’

জানা গেছে, ‌‘ময়ূরাক্ষী’ সিনেমার প্রযোজক সব শিল্পীর পারিশ্রমিক পরিচালকের হাতে দিলেও তিনি শিল্পীদের ঠিকমতো পরিশোধ করেননি। ফলে নায়িকার সঙ্গে দ্বন্দ্ব হয় নির্মাতার। ফলশ্রুতিতে পরিচালক রাশিদ পলাশকে চড় মাড়েন ববি হক। ঈদের দ্বিতীয় দিন (১৮ জুন) রাতে ঘটনাটি নিকেতনের একটি বাসায় ঘটেছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান আজ ইন্টারন্যাশনাল নিউজজিকে নিশ্চিত করেছে। সিনেমাটির নির্বাহী প্রযোজক শাহাদাত হোসেন লিটনও এই দ্বন্দ্বের সত্যতা শিকার করেছেন। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে, এ নিয়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা।

মন্তব্য করুন