ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুন, ২০২৪, ০৯:৩৪ পিএম

অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ে জরিমানা

ছবি: রূপালী বাংলাদেশ

ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ি হাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ভ্রাম্যমান আদালত ইজারাদারকে ৩ লক্ষ টাকা জরিমানা ও লেখাই সরকার সারোয়ার হোসেনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে। শুক্রবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার  মোছাঃ আফছানা কাওছার ওই উপজেলার লাহিড়ী হাটে অভিযান চালায়।ওই সময় লেখাই সরকার সারোয়ার হোসেনকে গরু প্রতি ৫২০ টাকা হারে টোল আদায় করার সময় হাতনাতে ধরতে সক্ষম হয়।

এ সময় ইউএনও ইজারাদারকে ৩ লক্ষ টাকা জরিমানা করেন। অপরদিকে অতিরিক্ত টাকা আদায়ে সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে টোল আদায় কারী বালিয়াডাঙ্গী  উপজেলার মধ্য চাড়োল গ্রামের মোঃ আব্দুল লতিফের ছেলে মোঃ সারোয়ার হোসেনকে ৩ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। জরিমানার টাকা তাতক্ষনিকভাবে আদায় করা হয়।

 

মন্তব্য করুন