ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৪, ০৮:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

উপজেলা পরিষদ নির্বাচন

ঠাকুরগাঁওয়ে ২৫ জনের মনোনয়নপত্র দাখিল

ছবি: রূপালী বাংলাদেশ

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে ঠাকুরগাঁও সদর ও রানীশংকৈল উপজেলায় চেয়ারম্যান ,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)  মো: সলেমান আলি রোববার বিকেলে  এই তথ্য নিশ্চিত করেছেন।

ঠাকুরগাঁও সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন৫জন।তারা হলেন- বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এড.অরুনাংশু দত্ত টিটো,সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার,সাবেক ছাত্রনেতা কামরুল হাসান খোকন,সাবেক উপজেলা চেয়ারম্যান পুত্র রওশনুল হক তুষার ও সুশান্ত কুমার দাস।ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩জন।তারা হলেন-বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও রুহিয়া ডিগ্রী কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম।এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪জন।তারা হলেন-সংরক্ষিত আসনের এমপি দৌপদী দেবি আগরওয়ালার পুত্রবধূ প্রিয়া আগরওয়ালা,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম হুরা,সাবেক জেলা পরিষদ সদস্য হুসনে আরা বেগম ও রুহিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্যা হালিমা বেগম প্রমুখ।

জেলার রানীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৩ জন।উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩জন।তারা হলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি সইদুল হক,সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের ও আহম্মদ হোসেন বিপ্লব।ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন  ৬জন।তারা হলেন-প্রশান্ত বসাক,মো: সোহেল রানা,মো: বাবর আলী,মো: রমজান আলী,হযরত আলী ও দিগেন্দ্র নাথ রায়।এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন-৪জন।তারা হলেন-ফরিদা ইয়াসমিন,মোছা: মাহফুজা বেগম,মোছা: শেফালী বেগম ও মোছা: সারমিন আক্তার ।
আগামী ২৩ এপ্রিল প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে।
 

মন্তব্য করুন