পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ২৩ মে, ২০২৪, ০৬:২৭ পিএম

অনলাইন সংস্করণ

পাইকগাছায় ঘুর্ণিঝড় মোকাবেলায় সভা

ছবি: রূপালী বাংলাদেশ

খুলনার পাইকগাছা ঘুর্ণিঝড় মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েসের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা সহকারী (ভুমি) কর্মকর্তা ইফতেখারুল ইসলাম শামীম, থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, ডা: ইব্রাহিম গাজী, মৎস্য কর্মকর্তা সৈকত, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার,শাহজাদা আবু ইলিয়াস, ইউপি সদস্য শংকর সরকার প্রমুখ।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি প্রশাসনসহ সকল দায়িত্বশীলদের আগাম প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।

এছাড়াও সভায় আগামীদিনে সম্ভাব্য ঘুর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগকালে কি কি করণীয় এ বিষয়ে অবহিত করা হয়।

মন্তব্য করুন