জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৪, ০৩:০৬ পিএম

অনলাইন সংস্করণ

জামালপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

ছবি সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জামালপুরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। 

রবিবার সকালে জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধা জানান জামালপুর-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এরপর জেলা প্রশাসক মো. শফিউর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমসহ পর্যাক্রমে জেলা আওয়ামী লীগ, জামালপুর পৌরসভা, জামালপুর প্রেসক্লাব ও সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ' ৭১, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ।

মন্তব্য করুন