রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৪, ০৭:৫২ পিএম

অনলাইন সংস্করণ

দ্বিগুণ হারে বাড়ছে নতুন ধরনের সাইবার অপরাধ: গবেষণা

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ ইউটিউবের মত সার্চ অনলাইনে বর্তমান খবরাখবর নিতে সবাই ই কম বেশি একবার হলেও ঢু মারেন। এ মাধ্যমগুলোই এখন এখন সময় কাটানোর সবচেয়ে জনপ্রিয় মাধ্যম।

আর সবচেয়ে ভয়াবহ তথ্য হচ্ছে বাংলাদেশে সাইবার অপরাধ তালিকায় শীর্ষে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিং। যা মোট অপরাধের ২১ দশমিক ৬৫ শতাংশ বলে উঠে এসেছে নতুন এক গবেষণায় ।

গবেষণায় উঠে এসেছে, ভুক্তভোগীদের ৭৮ দশমিক ৭৮ শতাংশেরই বয়স ১৮-৩০ বছরের মধ্যে। আক্রান্তদের প্রায় ৫৯ শতাংশই নারী। এমনই তথ্য জানিয়েছেন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিক্যাফ)।

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সিক্যাফ আয়োজিত এক সেমিনারে এই গবেষণার ফলাফল তুলে ধরা হয়।

২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে ২০২৪ সালের ১৫ এপ্রিল পর্যন্ত ১৩২ জন ভুক্তভোগীর ওপর সাক্ষাৎকার নেয়া হয়। তাদের নিয়ে সাইবার অপরাধ বিশ্লেষণ করা হয় এই গবেষণায়।

প্রতিবেদনে বলা হয়, বিগত পাঁচ বছরের মধ্যে গত বছরই দেশে সাইবার জগতে পর্নোগ্রাফি অপরাধ প্রবণতা বেড়েছে।  ১১ দশমিক ৩৫ শতাংশ এ ধরনের অপরাধে আক্রান্ত হয়েছেন ভুক্তভোগীরা।

তবে কিছুটা সস্তির খবর, ১৮ বছরের কম বয়সী শিশুদের ওপর সাইবার আক্রমণের হার কমে ১৩ দশমিক ৬৫ শতাংশে নেমে এসেছে। জরিপে ভুক্তভোগীদের ৪০ দশমিক ১৫ শতাংশ আর্থিক ক্ষতি, ৪৭ দশমিক ৭২ শতাংশ সামাজিক মর্যাদাহানি এবং প্রায় সবাই মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন বলে উঠে এসেছে গবেষণায়।

ভুক্তভোগীরা প্রায়শই বিভিন্ন ধরনের মানসিক সমস্যার মধ্য দিয়ে গেছেন। এদের মধ্যে মাত্র ১২ শতাংশ ভুক্তভোগী আইনের আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে সাধারণ ডায়েরি করেছেন ৮১ দশমিক ২৫ শতাংশ । তবে সন্তুষ্ট হতে পারেননি ৮৭ দশমিক ৫ শতাংশ ভুক্তভোগী।

জরিপের তথ্য থেকে জানা যায়, বেশিরভাগই শিক্ষিতরাই এই  জালিয়াতির শিকার হয়েছেন ।

গবেষণায় দেখা গেছে, অপরাধের ধরনে বহুমাত্রিকতা যুক্ত হচ্ছে। যার প্রভাবে প্রতিবেদনে দেখা গেছে, আশঙ্কাজনক হারে 'অন্যান্য' ধরনের অপরাধ বেড়েছে । এক বছরে এই হার প্রায় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৮৫ শতাংশে।

মন্তব্য করুন