রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৪, ০৮:০৪ পিএম

অনলাইন সংস্করণ

এনবিআরের সচিব ফয়সালকে বগুড়ায় বদলি

কাজী আবু মাহমুদ ফয়সাল। ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগ ওঠা রাজস্ব বিভাগের প্রথম সচিব আবু মাহমুদ ফয়সালকে বগুড়ায় বদলি করা হয়েছে। আজ রোববার এনবিআরের কর প্রশাসন বিভাগের প্রথম সচিব মো. শাহিদুজ্জামানের সই করা চিঠিতে বদলির আদেশ দেওয়া হয়।

এতে বলা হয়, আবু মাহমুদ ফয়সালকে বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে। তার স্থলে অতিরিক্ত কর কমিশনার মো. মনিরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে।  

এর আগে গত বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে মাহমুদ ফয়সালের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দেয় আদালত।

জব্দের আদেশ হওয়া সম্পদের মধ্যে রয়েছে ঢাকার একটি ফ্ল্যাট ও ১০ কাঠার দুটি প্লট। এ ছাড়া পরিবারের সদস্যদের নামে ২ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের সঞ্চয়পত্র।

এই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান দল ঢাকায় তাঁর ফ্ল্যাট, দুটি প্লট, সঞ্চয়পত্রসহ ১৬ কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পেয়েছে। দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়ের উৎস গোপনের জন্য নিজের নামসহ তাঁর আত্মীয়স্বজনের নামে ৭০০টির বেশি হিসাব খোলেন আবু মাহমুদ ফয়সাল।

 

মন্তব্য করুন