কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জুন, ২০২৪, ০৮:৪৯ পিএম

অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

ছবি: সংগৃহীত

দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি এই শ্লোগানে বুধবার (১৯ জুন) সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ মুক্তির মন্ত্র চত্তরে সৌন্দর্যবর্ধন, ফলজ ও ওষুধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়। খোকসা পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই বৃক্ষরোপন কর্মসূচি চলবে। 


মিডিয়া ব্যক্তিত্ব উজ্জ্বল রায়ের পরিচালনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আল মাছুম মুশেদ শান্ত, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ, উপজেলা ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান লিটনসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।


উদ্বোধনী দিনে খোকসা উপজেলায় ১ হাজার বৃক্ষ রোপন করা হবে জানিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচী পরিচালক উজ্জ্বল রায়। উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি মাত্র পৌরসভা এলাকায় বছরব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচী প্রতিদিনই চলবে।

মন্তব্য করুন