বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৪, ১১:২৮ পিএম

অনলাইন সংস্করণ

সঙ্গদোষে গাঁজা খেতেন নওয়াজ

নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবি: সংগৃহীত

গাঁজা সেবন করতেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন। অতীতের নিজের অভ্যাস নিয়ে মুখ খুলেছেন তিনি। সেখানে গাঁজা সেবনের বিষয়টি স্বীকার করে অনুতপ্তও প্রকাশ করেছেন অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের খবর, সম্প্রতি রণবীর আল্লাহবাদিয়ার একটি পডকাস্টে হাজির হয়েছিলেন নওয়াজ। সেখানে অভিনেতার গাঁজা সেবনের অভ্যাস ছিল কিনা, প্রশ্ন করা হয়। তিনি যে গাঁজা সেবন করতেন, তা স্বীকার করেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। জানান, সঙ্গদোষে গাঁজা সেবনের অভ্যাস তৈরি হয়েছিল অভিনেতার। বেশ আসক্তও ছিলেন তিনি। পরে তিনি বুঝতে পারেন, তার অভ্যাসটা ভুল ছিল।

নওয়াজের কথায়, ‘আমার কিছু মানুষের সঙ্গে যোগাযোগ ছিল যারা গাঁজা সেবন করতেন। এবং এক পর্যায়ে আমিও তাদের সঙ্গে জড়িয়ে যাই, গাঁজা সেবন করি। এরপর বুঝতে পারি যে আমি কিছু একটা ভুল করছি।’

ওই পডকাস্টে নওয়াজকে প্রশ্ন করা হয় তিনি কখনও একাকী বোধ করেছেন কী না। জবাবে অভিনেতা বলেন, ‘মোটেই না, বরং আমি একা থাকাতেই খুব ভালো আছি। আসলে আমি থাকাটা উপভোগ করি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে তিনি আমাকে একা থাকার সুযোগ দিয়েছেন।’

ধর্মীয় বিভেদের বিষয়টি রয়েছে কিনা, তা নিয়েও ওই পডকাস্টে কথা বলেছেন নওয়াজ। জানান, বলিউডে তিনি কখনও ধর্মীয় বিভেদ দেখেননি। অভিনেতার কথায়, ‘সমাজের অন্যদের বলিউড থেকে শেখা উচিত, সব ধর্মকে কীভাবে সম্মান করতে হয়।’

মন্তব্য করুন