রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৪, ০১:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

১৬ দিনের ছুটিতে বশেমুরবিপ্রবি

ছবি সংগৃহীত

আসন্ন ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ এ ১৬ দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী শুক্রবার  (১৪ জুন) থেকে শুরু হচ্ছে এ ছুটি।

বুধবার (১২ জুন) প্রক্টর অফিস থেকে ভাইস চ্যান্সেলর মহোদয়ের নির্দেশক্রমে প্রক্টর ড.মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রদান করা হয়।

এতে বলা হয়, গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আগামী ১৪ জুন থেকে ২৭ জুন পর্যন্ত ১৪ দিন ক্লাস ছুটি থাকবে। এছাড়া ২৮ ও ২৯ জুন শুক্রবার, শনিবার সাধারণ ছুটি হওয়ায় আরো ২দিন ছুটি বাড়বে। সবমিলিয়ে ছুটি ১৬ দিন।

তবে, ছুটিতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ ১৪ থেকে ২৯ জুন পর্যন্ত বন্ধ থাকবে। ৩০ জুন থেকে ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।

এ ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যা ৭ টার পরে আবাসিক এলাকা, খেলার মাঠ, ছাত্রী হল, কফি হাউজে অবস্থান করা নিষেধ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রবেশে আইডি কার্ড প্রদর্শন করতে হবে, বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষেধ এবং ছাত্রী হল সন্ধ্যা ৭ টায় বন্ধ হবে।

মন্তব্য করুন