বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৪, ১২:১৪ এ এম

অনলাইন সংস্করণ

ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান!

হিনা খান। ছবি: সংগৃহীত

ক্যানসারে রোগে আক্রান্ত হওয়া থেকে বাদ পড়ছেন না তারকারাও। অহরহ তারকারা এ রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এবার এ রোগে আক্রান্ত হলেন অভিনেত্রী হিনা খান। 

গত বুধবার (২৬ জুন) শিভম নামের এক ব্যক্তি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে জানান, ‘পপুলার টেলি অভিনেত্রী হিনা খান মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন। ওর ক্যানসারের চিকিৎসা চলছে। তবে কী ধরনের ক্যানসারে আক্রান্ত হয়েছেন সেটা অবশ্য জানা যায়নি। তবে চিকিৎসার কারণে হিনা প্রায় ন্যাড়া হয়ে যাচ্ছেন।’ 

এবার সব জল্পনা শেষে এ অভিনেত্রী ইনস্টাগ্রামে এক স্টোরি শেয়ার করে ক্যাপশানে লিখেছেন, ‘গত কয়েক দিন ধরেই নানা জল্পনা চলছে আমাকে নিয়ে। আমার সকল অনুরাগীদের কিছু গুরুত্বপূর্ণ খবর জানাব। আমার স্তন ক্যানসার ধরা পড়েছে, তৃতীয় পর্যায়ে রয়েছে। সব প্রতিবন্ধকতা পেরিয়েই বলছি আমি ঠিক আছি।’ 

ক্যাপশনের শেষের ভাষ্য, ‘আমি দৃঢ় প্রতিজ্ঞ এই অসুখ থেকে সুস্থ হয়ে উঠব। সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। আমি সকলকে অনুরোধ করছি এই পরিস্থিতিতে যেন আমার ব্যক্তিগত গোপনীয়তার দিকটা অক্ষুণ্ণ থাকে। আমি সকলকে জানাচ্ছি, এই পরিস্থিতিতে আমার পরিবার-পরিজন ও ভালবাসার মানুষেরা আমার পাশে আছেন।’

মন্তব্য করুন