পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ৩০ জুন, ২০২৪, ১০:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

ইউপি চেয়ারম্যানের বাড়িতে থেকে জেলেদের চাল জব্দ

ছবি: রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দুমকী উপজেলার আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজার বাড়ি থেকে ১৬ টন সরকারী ভিজিএফের চাল জব্দ করেছে দুমকী উপজেলা প্রশাসন।

শনিবার (২৯ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এই চাল জব্দ করা হয়। দুমকী থানা পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিন মাহমুদ এই চাল জব্দ করেন। তিনি জানান, ৩১৮ বস্তা চাল জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, সরকারি চাল গোডাউন ব্যতীত কোনো ব্যক্তিগত বাসা বাড়িতে রাখার নিয়ম নেই। এটি অপরাধ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে চেয়ারম্যান গোলাম মুর্তজা বলেন এটা ৭,৮ও ৯ নং ওয়ার্ডের জেলেদের চাল।জেলেদের পরিষদ থেকে নিতে কষ্ট হবে বলে আমি বাড়ি এনে রেখেছি।এগুলো বিতরন করা হবে।

উল্লেখ্য যে, বঙ্গোপসাগর তৎসংলগ্ন সমুদ্রে মাছ শিকারের নিষেধাজ্ঞা শুরু হওয়ায় জেলেদের যাতে অস্তিত্ব সংকটে পরতে না হয় সেজন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত এই চাল।

মন্তব্য করুন