চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জুন, ২০২৪, ০২:৪৭ এ এম

অনলাইন সংস্করণ

চকরিয়ায় ঋণ পরিশোধ করতে না পেরে দিনমজুরের আত্মহত্যা

ছবি: সংগৃহীত

চকরিয়া উপজেলার ডুলাহাজারা ভিলেজার পাড়ায় হারুনুর রশিদ (৩০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছে।

জানা গেছে, গত কয়েক মাস পূর্বে নিহত যুবক তার ভাইকে এনজিও থেকে আড়াই লাখ টাকা ঋণ নিয়ে দেন। সেই টাকা পরিশোধ না করে পরিবার নিয়ে পালিয়ে যান তার বড় ভাই।এদিকে এনজিও কর্মকর্তাদের ঋণ পরিশোধের চাপ এসে পড়ে হারুনের ঘাড়ে।এ চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন হারুন। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

শুক্রবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে ভিলেজার পাড়া ৮নং ওয়ার্ড এলাকায় এই ঘটনাটি ঘটে। 

নিহত যুবক ঐ এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।

তিনি এক সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুতে স্ত্রী সন্তানের আহাজারীতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।

চকরিয়া থানার ওসি তদন্ত অরুপ কুমার চৌধুরী জানায় এ ঘটনা শোনার পর থানার সাব-ইন্সপেক্টর ইমরুলকে পাঠানো হয়।

ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য

পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানাগেছে যুবকটি এনজিওর টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেছে।

মন্তব্য করুন