বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৪, ১১:৪৪ পিএম

অনলাইন সংস্করণ

নতুন গাড়ি কিনলেন অপু বিশ্বাস!

অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

একসময় সিনেমার ব্যস্ত নায়িকা ছিলেন অপু বিশ্বাস। সিনেমা মুক্তি মানেই শাকিব-অপু জুটি ছবি। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক সিনেমায় অভিনয় করেছেন তিনি। 

এখন তাকে সিনেমার থেকে বেশি ব্যস্ত থাকতে হয় শোরুম উদ্বোধনে। এছাড়াও সম্প্রতি নিজের ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন এই অভিনেত্রী। 

বর্তমানে পর্দায় অপুর তেমন কাজ নেই। হাতে ছবির পরিমাণও কমে গেছে। যে কারণে সিনেমার বাইরে নিজের ব্যবসায় বেশি সময় ব্যয় কারছেন এই নায়িকা। 

এবার নতুন খবর হলো একটি গাড়ি কিনেছেন অপু বিশ্বাস। হাভাল ব্র্যান্ডের জলিয়ন মডেলের সাদা রঙের একটি গাড়ি নিয়েছেন তিনি। বর্তমানে এই গাড়িটির বাজারমূল্যর ৪২-৪৫ লাখ টাকা। 

হাভাল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যেখানে গাড়ির সঙ্গে নায়িকার দাঁড়িয়ে থাকা একটি ছবি প্রকাশ করা হয়েছে। 

এ বিষয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হলে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে চাননি কেউ। অপু বিশ্বাস কবে গাড়িটি ক্রয় করেছেন, সে বিষয়েও কোনো মন্তব্য করতে রাজি হননি। 

অন্যদিকে অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে। 

মন্তব্য করুন