পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ৩১ মে, ২০২৪, ০৪:৫১ পিএম

অনলাইন সংস্করণ

এমপি রশীদুজ্জামান

রেমালে ক্ষতিগ্রস্থ এলাকার সকল সমস্যা দ্রুত নিরসনে আন্তরিক হতে হবে

ছবি: রূপালী বাংলাদেশ

খুলনার পাইকগাছা ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্থ পাইকগাছার এলাকার সকল সমস্যা দ্রুত নিরসন করার তাগিদ দিলেন এমপি রশীদুজ্জামান। ঘূর্ণিবালের আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষ যাতে দ্রুত ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে স্বাভাবিক জীবন-যাপন শুরু করতে পারে এ লক্ষে সরকারের গুরুত্বপূর্ণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রধান ও কর্মকর্তাদের সাথে বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বৈঠকে সংশ্লিষ্ট সবার আন্তরিক সেবা জন্য আহবান জানান খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। 

মতবিনিময় সভায় দুর্যোগের ক্ষয়ক্ষতি ও চাহিদার সঠিক নিরুপন, রাস্তা-ঘাট ও স্কুল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামোগত দ্রুত সংস্কার করা, যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা, ক্ষতিগ্রস্থ মানুষকে দ্রুত পুনর্বাসন করা, সুপেয় পানির সংকট দ্রুত দূর করা, স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন করা সহ ক্ষতিগ্রস্থ এলাকার সকল সমস্যা দ্রুত নিরসন করার মাধ্যমে ক্ষতিগ্রস্থ এলাকার মানুষের জীবন-যাপন স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।  এছাড়াও উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ দ্রুত মেরামত ও বেড়িবাঁধ টেকসই করার লক্ষে পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এমপি। 

এসময় উপস্থিত উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, মেয়র সেলিম জাহাঙ্গীর, পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাবিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, থানা ওসি ওবাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ্বাস, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, জিএম আব্দুস সালাম কেরু, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, 

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দীন, জনস্বাস্থ্য দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী শাহাদাৎ হোসেন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পাউবো’র উপ—সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার ও মোতালেব হোসেন।

মন্তব্য করুন