সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জুন, ২০২৪, ০৮:১৫ পিএম

অনলাইন সংস্করণ

হরিজন পল্লি উচ্ছেদের প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

ছবি: রূপালী বাংলাদেশ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪০০ বছরের পুরাতন মিরনজিল্লা হরিজন পল্লি উচ্ছেদের প্রতিবাদে ও সকল জেলায় হরিজনদের স্থায়ী আবাসনের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকালে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মানিক ভক্তের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুমন হেলার সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌর, জেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন স্যান্যাল ও বিজয় দত্ত অলোক সহ বিভিন্ন হিন্দু সংগঠনের নেতারা।

মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে হরিজন পল্লি উচ্ছেদের প্রতিবাদে সংহতি প্রকাশ করেন এবং সকল জেলায় হরিজনদের স্থায়ী আবাসনের দাবি জানান।

 

মন্তব্য করুন