ইউএই ব্যুরো

প্রকাশিত: ৮ জুন, ২০২৪, ১১:৫৮ পিএম

অনলাইন সংস্করণ

আরর আমিরাতে ঈদুল আযহার ছুটি ঘোষণা

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে চার দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। ৯ জিলহজ শনিবার থেকে ১২ জিলহজ মঙ্গলবার পর্যন্ত মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। খবর: খালিজ টাইমস।


৯ জিলহজ আরাফাতের দিবসকে ইসলামে গুরুত্বপূর্ণ দিন হিসেবে দেখা হয়। তাই ঈদের তিন দিনের ছুটির সঙ্গে অতিরিক্ত একদিন হিসেবে যুক্ত হয় এই দিনটি। ইংরেজি তারিখ অনুযায়ী ১৫ জুন থেকে ১৮ জুন পর্যন্ত দেশটিতে চারদিনের ঈদের ছুটি থাকবে। 


১৫ জুন শনিবার পবিত্র আরাফাতের দিবসের ছুটি। ১৬ জুন রবিবার (১০ জিলহজ) ঈদুল আযহার তিনদিনের ছুটি শুরু হবে। এই ছুটি শেষ হবে মঙ্গলবার ১৮ জুন। ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস হচ্ছে শুক্রবার ১৪ জুন।

১৫ জুন হবে আরাফার দিন। সৌদি, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১৬ জুন রবিবার ঈদুল আযহা অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন