বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৪, ১০:০৪ পিএম

অনলাইন সংস্করণ

এমপি হিসেবে শপথ নিলেন দেব

অভিনেতা দেব। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা দেব ভারতের সদ্যসমাপ্ত নির্বাচনে জয় লাভ করেছেন। বুধবার (২৬ জুন) স্পিকার নির্বাচনের দিন ১৮তম লোকসভার সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন দেব। শপথবাক্য পাঠের পর তার প্রিয় ঘাটালবাসীকে ধন্যবাদ জানালেন।

শপথ গ্রহণ করার সময় দেবের পরনে ছিল অলিভ গ্রিন রঙের ফর্মাল শার্ট। কালো প্যান্ট। কাঁধে ঝোলা সাইড ব্যাগ। চোখে রোদ চশমা।

নায়কের মেজাজেই সবুজ কার্পেটে হেঁটে পার্লামেন্টের ভেতরে প্রবেশ করতে দেখা যায় দেবকে। তিনি সাধু বাংলাতেই লোকসভায় শপথবাক্য পাঠ করলেন। টানা তিনবার তাকে বিজয়ী করার জন্য সংসদে দাঁড়িয়ে ঘাটালবাসীকে ধন্যবাদও জানালেন দেব। সোশাল মিডিয়াতেও শপথবাক্য পাঠের ভিডিও পোস্ট করেছেন তৃণমূলের এ সুপারস্টার সংসদ সদস্য।

এতে দেবকে বলতে শোনা যায়, ‘ঘাটালবাসীকে ধন্যবাদ আমাকে টানা ৩ বার জেতানোর জন্য। জয় হিন্দ, জয় বাংলা।’ লোকসভায় দেবের আবারও ফিরে আসায় উচ্ছ্বসিত তার ভক্ত-অনুরাগীরা।

গতবারের চেয়ে পৌনে এক লাখ ভোটে তৃতীয়বারের জন‌্য সংসদ যাত্রা নিশ্চিত করেছেন দেব। বিজেপির অভিনেতা-বিধায়ক তথা এবারের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে ভোটে হারিয়েছেন তিনি।

 

মন্তব্য করুন