বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৬ জুন, ২০২৪, ১২:১৫ এ এম

অনলাইন সংস্করণ

দুদকের মামলায় শেখ হেলাল কারাগারে, স্ত্রীর জামিন

ছবি: রূপালী বাংলাদেশ

জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বগুড়ার আলোচিত শ্রমিক লীগ নেতা শামসুদ্দিন শেখ হেলালকে কারাগারে পাঠিয়েছেন স্পেশাল জজ আদালত। তবে মামলায় তার দ্বিতীয় স্ত্রী আবে জমজম নাজিরের জামিন মঞ্জুর করেছেন বিচারক।  

মঙ্গলবার (২৫ জুন) ওই দম্পতি বগুড়া স্পেশাল জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক  মোহাম্মদ শহীদুল্লাহ শুনানি শেষে শেখ হেলালের জামিন আবেদন নামঞ্জুর করে জেল-হাজতে প্রেরণের আদেশ দেন। হেলাল বগুড়া পৌরসভার প্যানেল মেয়র, জেলা শ্রমিক লীগের সভাপতি ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। 

গত বছরের ১৯ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়ার সাবেক উপ-পরিচালক মনিরুজ্জামান বাদী হয়ে অর্থপাচার আইনে মামলা দায়ের করেন। মামলায় শামসুদ্দিন শেখ হেলালসহ তার দুই স্ত্রী ও ছেলের বিরুদ্ধে অর্থ পাচার এবং দুদক আইনের একাধিক ধারায় অভিযোগ আনা হয়। 

চার মাস তদন্ত শেষে দুদক বগুড়া জেলা কার্যালয়ের তিনজন সহকারী পরিচালক আদালতে চার্জশিট দাখিল করেন। এর প্রেক্ষিতে গত বছরের ৩০ জুলাই শামসুদ্দিন শেখ হেলালের চারটি বাড়ি ও নয়টি গাড়ি জব্দের আদেশ দেন বগুড়ার সিনিয়র স্পেশাল জজ মোজাম্মেল হক চৌধুরী। গত ১৪ ফেব্রুয়ারি সেই আদেশ বাস্তবায়ন হয়। এর আগে গত ১৮ জানুয়ারি মামলার আসামিদের বিরুদ্ধে আদালত হুলিয়া ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে হেলালসহ বাকি তিন আসামি পলাতক ছিলেন। 

প্রাপ্ততথ্যে জানা গেছে, দুদকের মামলায় শেখ হেলালের বিরুদ্ধে ৯ কোটি ৭২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এ ছাড়া ১ কোটি ২ লাখ টাকার বেশি সম্পদ দ্বিতীয় স্ত্রী আবে জমজম ওরফে নাজিরের কাছে স্থানান্তরের অভিযোগ এনে তাকেও আসামি করে দুদক। প্রথম স্ত্রী হেলেনা পারভীন ২ কোটি ৪১ লাখ ২৩ হাজার ৯৮৩ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তবে সম্পদ বিবরণীতে তিনি ১৬ লাখ ৯৪ হাজার ১৮৯ টাকার ভিত্তিহীন হিসাব দেন। এছাড়া ছেলে হোসাইন হাবীবের ২ কোটি ৮০ লাখ ৫ হাজার ৩৪৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ার দাবি করে দুদক।

বগুড়া জেলা দুদকের আইনজীবী পিপি আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার দুপুরের দিকে জামিন নিতে হেলাল ও তার স্ত্রী আবে জমজম বগুড়ার স্পেশাল জজ আদালতে হাজির হন। আদালতের বিচারক হেলালের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

 

মন্তব্য করুন