বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৩ মে, ২০২৪, ০৬:১১ পিএম

অনলাইন সংস্করণ

বগুড়ায় দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ায় ২০২৪ সালে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় দোয়া অনুষ্ঠিত হয়। 

সোমবার (১৩ মে) মাদ্রাসা হলরুমে আলোচনা সভা, নব-গঠিত গভনিং বডির পরিচিতি সভা ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ এবিএম হাফিজুর রহমান। 

বক্তব্য রাখেন মাদ্রাসার গভনিং বডির সহ-সভাপতি ফরিদুর রহমান ফরিদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রিফাত আখতার খানম, মাদ্রাসার সহকারি অধ্যাপক লুৎফর রহমান, সাংবাদিক আব্দুস ছালেক তোতা, মাদ্রাসার নব-গঠিত গভনিং বডির অভিভাবক সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম, অভিভাবক সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম কুদ্দুস, অভিভাবক সদস্য আলহাজ্ব আব্দুল জলিল, বিদ্যুৎসাহী সদস্য ইউনুস আলী, কাহালু পৌরসভার কাউন্সিলর হাফেজ নজরুল ইসলাম সইফুল, সহকারি শিক্ষক আব্দুল খালেক প্রমূখ। 

 

মন্তব্য করুন