রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৪, ১০:১০ পিএম

অনলাইন সংস্করণ

সাদিকুর রহমান বেবিচকের নতুন চেয়ারম্যান

বেবিচকের নতুন চেয়ারম্যান সাদিকুর রহমান । ছবি: সংগৃহীত

বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সাদিকুর রহমান বর্তমান চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।

তিনি ইতিপূর্বে সদস্য (অপস) হিসেবে বেবিচকে দায়িত্ব পালন করে গেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমানকে বদলি করে বিমান বাহিনীতে ফেরত নেওয়া হয়েছে।

 

মন্তব্য করুন