নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জুন, ২০২৪, ০৭:৫০ পিএম

অনলাইন সংস্করণ

নাটোরে স্ত্রীকে গলা কেটে হত্যা

ছবি: রূপালী বাংলাদেশ

পারিবারিক কলহের জেরে নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রী সুফিয়া বেগমকে গলা কেটে হত্যার পর ৮ বছর বয়সী শিশু কন্যা আসমানিকে নিয়ে পালিয়েছে স্বামী আসমত আলী। শুক্রবার ভোর রাতে এই ঘটনা ঘটে। সকালে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং স্বামী সহ শিশু কন্যা আসমানী খাতুনকে উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ। 

স্বামী আসমত আলী উপজেলার জামনগর হাপানিয়া গ্রামের মৃত আতাহার আলীর ছেলে। 

স্থানিয়রা জানান, সকালে আসমত আলী প্রতিবেশী এক যুবককে মোবাইল ফোনে কল করে তার বাড়ীতে কি হয়েছে কেউ ফোন রিসিভ করছেনা কেন তা দেখতে বলেন। এরপর সেই যুবক আসমত আলীর বাড়ীতে গেলে ঘরের মধ্যে সুফিয়া বেগমের গলা কাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। 

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মগে প্রেরণ করে। আসমত আলীকে আটকের চেষ্টা সহ শিশু কন্যাকে উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশ।

মন্তব্য করুন