রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুন, ২০২৪, ০৬:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

কুড়িয়ে আনা মাংস বিক্রি করছে ৮০০ টাকায়

ছবি: সংগৃহীত

কোরবানির মাংস কুড়িয়ে এনে তা কেজি দরে বিক্রি করছেন রাজধানীর নিম্ন আয়ের মানুষেরা। এজন্য কেজিপ্রতি ৮০০ টাকা করে বিক্রি হচ্ছে এসব মাংস। আজ সোমবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা ঘুরে মাংস বিক্রির এমন দৃশ্য দেখা যায়।

মূলত যারা পশু কোরবানি করেছেন, তারা কোরবানির এক অংশ গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেন। সেই মাংস কুড়িয়ে এনে বিক্রি করছেন অনেকে।

দুপুর ১২টার পর মোহাম্মদপুরের শিয়া মসজিদ মোড় ও নবোদয় হাউজিং এলাকায় কুড়িয়ে আনা মাংস বিক্রি করতে দেখা গেছে।

শিয়া মসজিদ এলাকায় কোরবানির মাংস বিক্রেতা মো. জসিম মিয়া জানান, প্রতি কেজি মাংস তিনি বিক্রি করছেন ৮০০ টাকা কেজি দরে।

একজন ক্রেতা দাম কমাতে বললে জসিম বলেন, ‘পুরাডাই মাংস। তেল-হাড্ডি কম। ৮০০ টাকাই কেজি। কম নাই।’

এদিকে, পাশেই তুলনামূলক মাংস কম ও চর্বি বেশি এমন মাংস বিক্রি হচ্ছে ৬৫০ টাকা কেজি দরে। কুড়িয়ে আনা হলেও কোরবানির মাংস হওয়ায় এই মাংস কেনা লোকের সংখ্যাও কম নন। 

স্থানীয়রা জানান, মাংস বিক্রির নির্ধারিত কিছু স্থান তৈরি হয়েছে গত কয়েক বছরে৷ সে জায়গায় মাংস বিক্রেতারা আসার আগেই ক্রেতারা আসেন মাংস কিনতে। 

শিয়া মসজিদ মোড় এলাকায় গরুর মাংস কিনতে এসেছেন আজিম রানা। তিনি বলেন, ‘কোরবানি দেওয়া হয়নি। একবার ভেবেছিলাম ভাগে দেব। পরে সেটাও হয়নি। পরিবার নিয়ে থাকি। তারা তো কোরবানির মাংস খেতে চায়। বাচ্চারা আছে। তাই একটু মাংস কিনতে আসলাম।’

আলাপ শেষে চার হাজার টাকার বিনিময়ে ৫ কেজি মাংস কিনে বাড়ির পথে রওনা হন আজিম রানা।

মন্তব্য করুন