কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ১ জুন, ২০২৪, ০৬:৪২ পিএম

অনলাইন সংস্করণ

গণমাধ্যমের সাথে প্রতিমন্ত্রী মহিববুর রহমানের মতবিনিময়

ছবি: রূপালী বাংলাদেশ

টুয়াখালী কলাপাড়ায় ঘুর্ণিঝড় রেমাল পরবর্তী করণীয় শীর্ষক গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো. মহিববুর রহমান এমপি। এসময় প্রধান অতিথি তার বক্তব্য দূর্যোগ মোকাবেলায় সরকারের সাফল্য তুলে ধরেন। তিনি দূর্যোগ পরবর্তী সরকারের ত্রাণ কার্যক্রম সঠিকভাবে সম্পন্নের জন্য গণমাধ্যম কর্মীদের সহায়তা করার অনুরোধ করেন।

প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়ার ইউএনও মো. রবিউল ইসলাম, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া থানার ওসি মো. আলী আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার। অন্যান্যের মধ্যে সাংবাদিক শামসুল আলম, অধ্যক্ষ দেলওয়ার হোসেন, মেজবাহউদ্দিন মাননু, মোহসিন পারভেজ, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, গোফরান পলাশ, জসিম পারভেজ প্রমুখ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন