রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুন, ২০২৪, ০৩:৫৪ এ এম

অনলাইন সংস্করণ

ছাগল কাণ্ড; ৪ গাড়ী বিক্রি করে কানাডা পালাতে চায় ইফাত

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ছাগল কাণ্ডে ইফাত নিজের ব্যবহূত ৪ টি গাড়ি বিক্রি করে দেশ ছেড়ে পালিয়ে কানাডায় যেতে যায়।

রাজধানীর সাদেক এগ্রো থেকে ১৫ লাখ টাকায় ছাগল কেনা মুশফিকুর রহমান ইফাত এখন দেশব্যাপী আলোচনার তুঙ্গে। তথ্য অনুসন্ধানে দেখা যাচ্ছে, তার বাবার নাম রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। যদিও ইফাতের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই বলে জানিয়েছেন ওই ব্যক্তি।এবার সামনে আসলো নতুন এক তথ্য। নিজের চারটি গাড়ি বিক্রি করে কানাডা পাড়ি জমাতে চান তিনি। 

কারহাববিডি (অফিসিয়াল গ্রুপে) ইংরেজিতে মুশফিকুর রহমান ইফাত আইডি থেকে তার চারটে গাড়ি বিক্রি হবে এমন একটি পোস্ট করা আছে। যদি কেউ কিনতে চায় তাহলে ইনবক্সে যোগাযোগ করতে বলা হয়েছে।

তাহলে কি পারিবারিক কোনো চাপেই তিনি কানাডা চলে যেতে চাচ্ছেন। নাকি তাকে ধরলেই তার পরিবারের আসল তথ্য ফাঁস হবে এই কথা ভেবে তিনি চলে যেতে চাচ্ছেন। একজন সরকারি কর্মকর্তা ছেলের চারটি গাড়ি কিভাবে থাকে এই প্রশ্নটা ঘুরে বেড়াচ্ছে সকলের মনে।

মন্তব্য করুন