টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৪, ০২:২৩ পিএম

অনলাইন সংস্করণ

টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত

ছবি: রূপালী বাংলাদেশ

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উদ্দীপনায় টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। 

সকাল সাড়ে আটটায় জেলার প্রধান জামাতে স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক , উপজেলা চেয়ারম্যান শাজাহান আনসারী , পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীরসহ সর্বস্তরের মানুষ নামাজ আদায় করেন।

নামাজ শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামানা করে মোনাজাত করা হয়। 

এছাড়াও জেলার বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্য করুন