ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৪, ০২:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

ছবি: রূপালী বাংলাদেশ

যথাযথ ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজপ্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৯ টায় শহরের জেলা স্কুল বড় মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেন বড় মসজিদের খতিব মাওলানা খলিলুর রহমান।


সকাল ৯ টায় অনুস্ঠিত ঈদের জামাতে নামাজ আদায় করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান,জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন সহ শহরের গন্যমান্য ব্যক্তিরা।এ সময় জেলা প্রশাসক  মাহবুবুর রহমান জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন ।

এ জন্য সকাল ৮টা থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে জায়নামাজ হাতে বড়মাঠে আসতে শুরু করেন মুসল্লিরা। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। দোয়া শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

মন্তব্য করুন