মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশিত: ২০ জুন, ২০২৪, ১১:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

মনোহরদীতে বীর মুক্তিযোদ্ধা শওকত আলী মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

ছবি: রূপালী বাংলাদেশ

নরসিংদীর মনোহরদীতে বীর মুক্তিযোদ্ধা শওকত আলী মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। খিদিরপুর আন্ত: ইউনিয়ন টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জয় পেয়েছে ডোমনমারা ফুটবল একাদশ।

বুধবার (১৯ জুন) বিকেলে বীর মুক্তিযোদ্ধা শওকত আলী মাস্টার স্মৃতি কল্যাণ ট্রাস্ট এবং সুফিয়া শওকত ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের আয়োজনে উপজেলার পীরপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত খেলায় ডোমনমারা ফুটবল একাদশ পীরপুর ধ্রুবতারা স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে।

এর আগে বিকেল ৪টায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন নরসিংদী জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

খেলায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শওকত আলী মাস্টার স্মৃতি কল্যাণ ট্রাস্ট এবং সুফিয়া শওকত ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের ডিসি ইকবাল হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন শিবপুর সার্কেলের জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার মেজবাহ উদ্দিন, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন উজ্জ্বল, রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইউসুফ আলী, বড়চাপা ইউপি চেয়ারম্যান এম. সুলতান উদ্দিন চরমান্দালিয়া ইউপি চেয়ারম্যান আনিছ উদ্দিন শাহিন, লেবুতলা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, চন্দনবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ হিরন প্রমুখ।

মন্তব্য করুন