আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৪, ০৫:২৩ পিএম

অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপনে গুলি, আহত ৩

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় রোজার শেষে ঈদ উদযাপনের সময় গুলির ঘটনা ঘটেছে। বুধবার (১০ এপ্রিল) দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর এই বন্দুকযুদ্ধে তিন জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পুলিশ বিস্তারিত কোনও কিছু না জানিয়ে বলেছে, ঈদুল ফিতর উপলক্ষে একটি দলের ওপর হামলা করা হয়েছে।

পুলিশ কমিশনার কেভিন বেথেল সাংবাদিকদের বলেন, আজকে আমরা খুবই ভাগ্যবান। কারণ কেউ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়নি।

তিনি বলেন, প্রায় এক হাজার মানুষ একসঙ্গে ঈদ উদযাপন করছিল। সেখানে অন্তত ৩০টি গুলির শব্দ শোনা গেছে। দুটি প্রতিপক্ষ এই ঘটনা ঘটিয়েছে।

পুলিশের গুলিতে ১৫ বছর বয়সী একজন অস্ত্রধারীসহ তিন জন আহত হয়েছেন। তাদের হাতে-পায়ে গুলি লেগেছে।

পুলিশ জানিয়েছে, একজন কিশোরসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচটি বন্দুক উদ্ধার করা হয়েছে।

ফিলাডেলফিয়ার মুসলিম সম্প্রদায়ের প্রতি শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বলেন, ঈদ আমাদের মুসলিম প্রতিবেশীদের জন্য সবসময় আনন্দের সময় হওয়া উচিত।

মন্তব্য করুন