নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুন, ২০২৪, ০৭:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

রায়পুরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ৭শ নিম্নআয়ের মানুষ

ছবি: রূপালী বাংলাদেশ

নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৭শ জন নিম্ন আয়ের মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে এসব উপহার সামগ্রী বিতরণ করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্র্রেট ড. বদিউল আলম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান’র সভাপতিত্বে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক ড.বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) অঞ্জন দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ
লাকী, রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমূখ।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলন।

ঈদ উপহারের মধ্যে ছিল, চাল ১০ কেজি, ২লিটার তেল, ডাল ১ কেজি, পেয়াজ ২ কেজি, আলু ২ কেজি ও চিনি ৫০০ গ্রাম।

ঈদের আগে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী পেয়ে খুশি সুবিদাভোগীরা। এসময় প্রধানমন্ত্রী, জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন তারা।

মন্তব্য করুন