শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জুন, ২০২৪, ০৭:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

শৈলকুপা থানায় হামলা, ৫ দিনের রিমান্ডে মেয়র পুত্র

মেয়রপুত্র কাজী আশরাফ রাজিব। ছবি: রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলার অভিযোগে গ্রেপ্তার কাজী আশরাফ রাজিবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২৮ জুন) বিকেলে  মামলার শুনানি শেষে ঝিনাইদহের শৈলকুপা আমলি আদালত রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে থানায় হামলায় মদদ দেওয়ার অভিযোগে স্থানীয় শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজমের ছেলে কাজী আশরাফ রাজিবকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম সাংবাদিকদের জানান, শৈলকুপা থানায় হামলায় মদদ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার কাজী আশরাফ রাজিবের ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। তবে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গত ৯ জুন ঝিনাইদহের শৈলকুপা থানা ঘেরাও করে গ্রেপ্তার হওয়া এক আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। একটি চক্র আইন-শৃঙ্খলা অবনতির চেষ্টা করে বলে অভিযোগ ওঠে ।  আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। আধঘণ্টা ধরে চলা হামলা-পাল্টা হামলায় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়।

মন্তব্য করুন