কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ৩০ মে, ২০২৪, ০৮:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

বেল্ট লাগানোর সময় পা ফসকে লাইনম্যানের মৃত্যু

ছবি: রূপালী বাংলাদেশ

পটুয়াখালী কলাপাড়া উপজেলার আলীপুরে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু হয়েছে। বাকেরগঞ্জ উপজেলার কালেরকাঠি গ্রামের বাসিন্দা তারেক স্বর বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস (৩৫)। বুধবার রাতে উপজেলার আলিপুর থ্রি পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি পল্লী বিদ্যুত পটুয়াখালী, লাইনম্যান গ্রেট-১, কুয়াকাটা পল্লী বিদ্যুৎ জোনে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পল্লী বিদ্যুৎ সূএে জানা গেছে, ঘূর্ণিঝড় রেমাল প্রভাবে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের লাইন মেরামতের কাজের জন্য বৈদ্যুতিক খুঁটিতে উঠে বডি বেল্টলাগানোের সময় পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলি আহম্মেদ বলেন, কলাপাড়া হাসপাতালে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।

 

মন্তব্য করুন